শফিকুল ইষলাম: ‘সবার আগে বাংলাদেশ, তরুণরাই গড়বে দেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী কুড়িগ্রামের রৌমারীতেও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩১ শে আগস্ট) ১০ টার দিকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ উপজেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
রৌমারীর শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুরা রাস্তা সংলগ্ন ভোজন বিলাশ এলাকায় এসে শেষ হয়। কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব মো.কবীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের কেন্দ্রিয় সদস্য আকতারুল ইসলাম, বাংলাদেশ যুব অধিকার পরিষদ রৌমারী শাখার আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, এছাড়া বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বিগত সরকারের সমালোচনা করে বলেন, আমরা আগামী দিনের সুন্দর ও শান্তিময় দেশে কাজ করে যেতে চাই। যেখানে দুর্নীতি সেখানেই আমরা রুখে দাড়াবো। আগামি দিনে আর যাতে ধ্বংশ না হয় সেদিকে দৃষ্টি রাখবো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।