সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি।
গত ২৭ আগস্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতে সিআইডি এই অভিযোগপত্র দাখিল করেছে। বিষয়টি গতকাল বুধবার জানাজানি হয়েছে। ঘটনার ১৫ মাস পর মামলার অভিযোপত্র দেওয়া হলো।
চার্জশিটে প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ অন্য আসামিরা হলেন, রাকিবিল্লাহ রাকিব, রেজাউল করিম, শরিফ মিয়া, মনিরুজ্জামান মনির, বাদশা মিয়া, মো. শাহজালাল, মো. শফিকুল ইসলাম ও মো. তোফাজ্জল মিয়া।
মামলার এজাহারের দুই নম্বর আসামি ফাহিম ফয়সাল রিফাতসহ ২৭ জনকে বাদ দেওয়া হয়েছে। ফাহিম ফয়সাল রিফাত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর ছেলে।
গত বছরের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ও একাত্তোর টেলিভিশনের-এর স্থানীয় প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। পর দিন ময়মনসিংহ হাসপাতালে তিনি মারা যান।
এ ঘটনায় ১৮ জুন বকশিগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা করেন তার স্ত্রী মনিরা বেগম।
সেই মামলা প্রথমে বকশীগঞ্জ থানা পুলিশ, পরে জেলা গোয়েন্দা শাখা এবং সর্বশেষ সিআইডি তদন্তের দায়িত্ব পায়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।