নন্দীগ্রামে তিন শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমেরী জামান বকুল ও সহকারী প্রধান শিক্ষক দেব দুলালের অপসারণ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

নন্দীগ্রামে তিন শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


রোববার সকাল ১০টার দিকে দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগে শিক্ষার্থীরা বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। 

এতে বলা হয়, রনবাঘা উচ্চ বিদ্যালয়ে নিয়মিত ক্লাস নেওয়া হয় না। শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ও পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা নিয়ে আত্মসাৎ করা হয়। 

প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল খারাপ হয়। টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ, টিএমএসএস অফিস ভাড়া, স্কুলের পুকুর ও জমির টাকা ক্যাশ ফান্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেছে। 

সহকারী প্রধান শিক্ষক দেব দুলাল অন্যায়ভাবে শিক্ষার্থীদের হয়রানি, মারধর ও জোরপূর্বক তার নিজের কাছে প্রাইভেট পড়ার জন্য সাধারণ শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করে। 

এসব অভিযোগে দুই শিক্ষকের অপসারণ দাবি করেছে শিক্ষার্থীরা। 

উপজেলা নির্বাহী অফিসার ও রনবাঘা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে উপজেলার দমদমা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুনসুর রহমানের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। 

স্কুলের অনুদানের টাকার কাজ না করে আত্মসাৎ, অতিরিক্ত ফি আদায় ও নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ করা হয়।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top