সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সচিব নুরুল আমিনের বিরুদ্ধে ৪১ লাখ টাকার অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। সাবেক মেয়র ফকরুজ্জামান মতিন এবং দুই ভুক্তভোগী এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তারা জানান, চাকরির প্রলোভন দেখিয়ে দুই ভুক্তভোগীর নিকট থেকে ২২ লাখ টাকা এবং সাবেক মেয়র ফকরুজ্জামান মতিনের কাছ থেকে প্রকল্প পাইয়ে দেওয়ার নামে ও কমিশন বাণিজ্যের মাধ্যমে ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন পৌর সচিব।
সাবেক মেয়র ফকরুজ্জামান মতিন বলেন, "আমার কাছ থেকে প্রকল্প পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ১৯ লাখ টাকা নিয়েছেন নুরুল আমিন। কিন্তু আজ পর্যন্ত তারা কোনো প্রকল্প পাইনি, টাকাও ফেরত দেননি।"
ভুক্তভোগীরা বলেন, চাকরির লোভ দেখিয়ে তাদের কাছ থেকে ২২ লাখ টাকা নেওয়া হয়েছে। দীর্ঘদিন অপেক্ষা করার পরেও চাকরি না পাওয়ায় তারা অভিযোগ আনতে বাধ্য হয়েছেন।
বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন সাবেক মেয়র ফকরুজ্জামান মতিন এবং অন্যান্য ভুক্তভোগীরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।