সেবা ডেস্ক: হাছান মাহমুদের বর্তমান অবস্থান নিয়ে গণমাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে গ্রেফতার করার খবর ছড়ালেও, তার অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছিল না।
তবে জানা গেছে, তিনি বর্তমানে বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল্ট সিটিতে তার নিজ বাড়িতে অবস্থান করছেন।
জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে জানিয়েছেন, হাছান মাহমুদ ২৬ আগস্ট জার্মানির ডসেলড্রপ বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে বেলজিয়ামের বাড়িতে যান।
তবে উল্লেখযোগ্য যে, ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত হাছান মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।