সেবা ডেস্ক: ডোনাল্ড লু এখন গুলশানের পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিসট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে এসে পৌঁছেছেন। ডোনাল্ড লু এখন গুলশানের পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে অবস্থান করছেন।
শনিবার বিকেল ৩টা ২০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দিল্লি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তাকে অভ্যর্থনা জানান মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেভ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। পরে সেখান তিনি রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে ওঠেন ডোনাল্ড লু। তার সঙ্গে প্রতিনিধি দলের বাকি দুই সদস্যও আছেন।
তারা হলেন- যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দফতরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি বেন্ড্রন লিঞ্চ ও ভরতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পলিটিক্যাল ও ইকোনমিক চিফ এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সিনিয়র ডিরেক্টর ভিরসা পার্কিন্স।
উল্লেখ্য, বাংলাদেশ সফর শেষে মার্কিন প্রতিনিধি দল আগামী ১৫ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন।
এদিকে শনিবার সকালে মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় পৌঁছে ৫ সদস্যের উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।