হারুন ইসলাম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত গরু ব্যবসায়ীর নাম শেখ সাধিন, যিনি দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের দপরপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আজ শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে নঈম মিয়ার হাটে গরু কেনাবেচা শেষে নিজ বাড়িতে ফেরার পথে সারমারা পাবলিক মাঠ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সারমারা বাজারের আশরাফ উদ্দিন হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শেখ সাধিনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনার সত্যততা স্বীকার করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।