শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন সম্ভব

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: হাদায়েকে বখশিশ পাঠক ফোরামের ব্যবস্থাপনায় হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমামে আহলে সুন্নাত,আ'লা হযরত শাহ ইমাম আহমদ রেযা খান (রহ:) এর ১০৬ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজিমুশশান উরসে আ'লা হযরত ২০২৪ইং ফোরামের উপদেষ্টা হযরত আল্লামা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরীর সভাপতিত্বে চট্টগ্রামের ষোলশহরস্থ আলামগীর খানাকাহ শরীফে অনুষ্ঠিত হয়েছে।

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন সম্ভব


এই উপলক্ষে সকাল ১০ টায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা,বাদ যোহর আ'লা হযরত রচিত হাদায়েকে বখশিশ'র মনোজ্ঞ পরিবেশনা, বাদ আসর আ'লা হযরত ( রহ.) এর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচকবৃন্দের জ্ঞানগর্ভ আলোচনা এবং বাদ এশা ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, মিলাদ-কিয়াম, আখেরি মোনাজাত ও তাবাররুক বিতরণ হাফেজ মুহাম্মদ আতিকুর রহমান কাদেরীর সঞ্চালনায় সম্পন্ন হয়েছে।

এতে আ'লা হযরত (রহ.) এর বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর আলোচকবৃন্দের জ্ঞানগর্ভ আলোচনা করেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া'র সাবেক অধ্যক্ষ মুফতি আল্লামা সৈয়দ মোহাম্মদ অসিয়র রহমান আল কাদেরী,শাইখুল হাদিস হাফেজ আল্লামা সুলাইমান আনসারী, মুফতিয়ে আজম আল্লামা কাজী আব্দুল ওয়াজেদ আল কাদেরী, মুফাসসির আল্লামা কাজী সালেকুর রহমান আল কাদেরী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, উপাধ্যক্ষ ড. আল্লামা  লিয়াকত আলী, মুহাদ্দিস ডক্টর নাসির উদ্দিন নঈমী, ড. আবদুল হালিম, ড. মোহাম্মদ মুরশেদুল হক, মাওলানা সাইফুদ্দিন খালেদ আজহারী, মাওলানা সৈয়দ ইউনুস আজিজি রেজভী, মাওলানা সৈয়দ আবু নওশদ নঈমী এবং অত্র ফোরামের সভাপতি মাওলানা মুহাম্মদ ইদ্রিস কাদেরী প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন-বিশ্বব্যাপী মুসলিমের অনৈক্য রোধে আলা হযরতের দর্শন অনুসরণ চর্চা প্রয়োজন। তিনি সমগ্র জীবনকে জ্ঞান আহরণ ও বিতরণের পাশাপাশি কুরআন-হাদিস, ভাষাতত্ত্ব, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিসহ বিজ্ঞানের বহুবিধ শাখায় সদর্পে বিচরণ করেছেন। 

বিশেষত ইসলামের মৌলিক দর্শন অনুসরণের মধ্যে দিয়ে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে তিনি বলিষ্ট ভূমিকা রেখেছেন।

৫৫ টি বিষয়ে দেড় হাজারের মতো পুস্তক রচনা তার অনবদ্য অনন্য কর্ম। তার রচিত নাতি- কালামের সমগ্র শতাব্দীর পর শতাব্দী ধরে মুমিন মুসলমানদের হৃদয়ে নবি প্রেমের রসদ সরবরাহ করতে থাকবে।

এতে বক্তরা আরো বলেন-বিশ্বব্যাপী ইসলামের সঠিক রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার- প্রসারে যুগে যুগে যেসব মহান মনীষীরা বিশ্বের সুন্নী জনতার কাছে চিরস্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাদের মধ্যে ইমাম আহমদ রেযা (র.) অন্যতম।

আলা হযরত এমন এক জ্ঞান ভান্ডার যার জীবন কর্মের উপর অর্ধশত পিএইচডি গবেষণা এবং আরও অর্ধশত চলমান। জ্ঞান-বিজ্ঞানের অতুল গভীর সমুদ্র এ মহামনীষীকে নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় হতেও একটি গবেষণা সম্পন্ন বহুবিধ জ্ঞানের এই ভান্ডারকে বাংলাদেশের আপামর জনতার সামনে তুলে ধরার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার ফকীহ মুফতি আবুল হাসান ওমাইর রেজভী, মাওলানা নুরুন্নবী, মাওলানা আবদুল কাদের, মাওলানা নুরুল আনোয়ার, মারুফ হাসান,আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের অর্থ সম্পাদক জনাব এরশাদ খতিবি,  ঢাকা কাদেরিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আমিনুল ইসলাম কাদেরী, জামেয়া মহিলা কামিল মাদরাসার মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আব্দুল করিম ও মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন কাদেরী এবং অত্র ফোরামের আবু তৈয়ব, মাসুম বিল্লাহ, ইমাম হোসাইন, রেযা, সাঈদ, হামিদ হাসান, আবদুর রহমান, আশরাফ সাব্বির ,  ফয়সাল, সোহেল, মিরাজ প্রমুখ। 

এ ছাড়া এতে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দ, এশিয়াখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া'র সুযোগ্য আসাতাজায়ে কেরামসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, ইসলামি চিন্তাবীদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষকগণ অতিথি ও আলোচক, অসংখ্য আশেকে রাসূল এবং আয়োজক ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top