জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঘরে ঢুকে দুই গরু ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে।
মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে ক্ষতবিক্ষত |
আহতরা হলো ভালুকা ঢালিরভিটা গ্রামের সমেদ আলীর ছেলে চাঁন মিয়া (৪৫) এবং ফইনদ্দিনের ছেলে আ: সামাদ (৬৫)।
আশংকাজনক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে ৩ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে।
প্রত্যক্ষদর্শী আহত চাঁন মিয়ার ছেলে রাসেল মিয়া জানিয়েছেন, তাদের নিজ বংশের ওমর আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার বিকেলে ওমর আলী (৫০) আমাদের জমিতে গাছ রোপন করতে যায়।
এ সময় ওমর আলী আমার পিতাকে হত্যার প্রস্তুতি নেয়। তাৎক্ষণিকভাবে প্রতিবেশিরা এগিয়ে এসে উদ্ধার করেন। আমার পিতা চাঁন মিয়া এবং আরেক আত্মীয় আ: সামাদ রাতে বাড়ি ফেরার পর পরই ওমর আলী ও তার বাহিনী ঘরে প্রবেশ করে টেনে হেচড়ে বাইরে নিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। মৃত ভেবে তাদেরকে রাস্তায় ফেলে রাখে।
খবর পেয়ে প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ পরে জামালপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবণতি হলে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন জানানা-রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার পর থেকেই অপরাধিরা গা ঢাকা দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।