সেবা ডেস্ক: হাসপাতাল-স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের দাবির পূরণে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
এর আগে তার পদত্যাগ দাবিতে অধিদফতর ঘেরাও কর্মসূচি পালন করেন বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। পদত্যাগের গুঞ্জনের খবরে খোঁজ নিয়ে জানা গেছে, নতুন সপ্তাহের শুরুতেই তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। এরই মধ্যে পদত্যাগের সব প্রক্রিয়া তিনি সম্পন্ন করে রেখেছেন। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা বলেন, স্যার (মহাপরিচালক) ঊর্ধ্বতন অনেকের সাথেই বিষয়টি নিয়ে পরামর্শ করেছেন। অধিকাংশই স্বেচ্ছায় পদত্যাগের বিষয়ে মতামত দিয়েছেন। সবমিলিয়ে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই স্বাস্থ্য মহাপরিচালক পদত্যাগ করেছেন বলে চিকিৎসক মহলে আলোচনা ওঠে। চিকিৎসকদের আরেকটি সূত্র দাবি করেছে, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পদত্যাগপত্র বাসা থেকে পাঠিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ অধিদফতরের দুর্নীতিবাজ সব কর্মকর্তার অপসারণসহ দুই দফা দাবিতে মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন হাসপাতাল-স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা। দ্রুততম সময়ে এসব দাবি মেনে না নিলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার হুমকিও দেন তারা। চিকিৎসকরা দাবি করেন, গত ১৫ বছরের শাসনামলে স্বাস্থ্য অধিদফতরে সীমাহীন অনিয়ম দুর্নীতি হয়েছে। কোটি কোটি টাকার বিনিময়ে কর্মকর্তারা বিক্রি হয়ে অবৈধ নিয়োগ-পদোন্নতি দিয়েছে। তাই আমরা বর্তমান ডিজিসহ সব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ চাই।
(ads1)
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।