কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে আবারো যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে।
গত ২৪ ঘন্টায় কাজিপুর পয়েন্টে পানি সমতল ছিলো ১৩ দশমিক ৬৭ মিটার (এসওবি)। এ পয়েন্টে নদীর পানি ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ৮০ মিটার। গত শুক্রবার এ পয়েন্টে ১১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।
অন্যদিকে ভাটিতে সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার (১৭ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ মিটার। ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা হচ্ছে ১২ দশমিক ৯০ মিটার। শুক্রবার এ পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি পায় ৭ সেন্টিমিটার।
সিরাজগঞ্জ পাউবো স‚ত্র জানায়, এক জুলাই থেকে যমুনার পানি বাড়তে থাকে। ৪ জুলাই বিপৎসীমা অতিক্রম করে। এরপর পুরো দুই সপ্তাহ জেলার ৫টি উপজেলার ৩৫টি ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যা হয়। ১৬ জুলাই বিপৎসীমার নিচে নামে যমুনার পানি। এরপর কয়েক দফায় বাড়া-কমার পর গত ৯ আগস্ট থেকে আবারও বাড়তে শুরু করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনার পানি বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্থিতিশীল হতে পারে। তবে বন্যা হওয়ার আর কোনো আশঙ্কা নেই।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।