ইসলামপুরে শিক্ষার্থীদের রংতুলির আচড়ে বদলে গেছে দেওয়ালের চিত্র

Seba Hot News : সেবা হট নিউজ
0

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় দেয়ালে দেয়ালে নানা রঙের আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিও গ্রাফিতে দেখা দিয়েছে নতুনত্বের ছোঁয়া। 

ইসলামপুরে শিক্ষার্থীদের রংতুলির আচড়ে বদলে গেছে দেওয়ালের চিত্র


বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ও রাস্তার পাশে বিভিন্ন স্থাপনা দেয়ালগুলো। একটা সময় মাঝে মাঝে বিভিন্ন পোস্টার লাগালেও,রং চুনের অভাবে পরিতেক্ত মনে হতো উপজেলার বিভিন্ন দেওয়ালগুলো। এখন সেই দেয়ালগুলোতে শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে। সেগুলো এখন নতুন রূপে সেজেছে। আর এ পরিবর্তনের পেছনে রয়েছেন শিক্ষার্থীদের ঘামঝরা, নিদ্রাহীন অবদান। 'বল বীর, বল বীর বল উন্নত মম শির 'আমাদের দেশের ভাগ্য আমরাই পরিবর্তন করব' পানি লাগবে পানি' নতুন বাংলাদেশ- এমন নানা প্রতিবাদী শোভা আর আলপনায় পরিবর্তনের ছোঁয়া পরেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নেকজাহান মডেল স্কুলের সীমানার প্রাচীর দেয়াল, উপজেলা পরিষদের সীমানা প্রাচীর, বাজারের বিভিন্ন স্থাপনার দেয়ালগুলোতে বিজয় উলস্নাসের বিভিন্ন ছবি আঁকতে দেখা যায়। দিনভর এসব দেয়ালে অংকনের কাজ করেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। ছাত্র আন্দোলনের পর পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের তুলিতে রঙিন হয়ে উঠেছে। কালো, সাদা, লাল, নীল, হলুদ-এ যেন রঙের এক মেলা। শিক্ষার্থীদের প্রতিটি মুখে যেন ফুটে উঠছে এক অনাবিল আনন্দ। শিক্ষার্থীরা জানান, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পোস্টার, ও বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে লিখন চলছে। দর্শনার্থীরা বলেন, দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি ¯েøাগান লিখছে, দেখতে খুবই সুন্দর লাগছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান-শিক্ষার্থীরা গ্রাফিতি করে উপজেলার বিভিন্ন দেওয়াল সাজাচ্ছেন। ভালই লাগছে, পথচারীরাও প্রশংসা করছেন। তারা নিজ উদ্দ্যোগেই এসব কাজ বাস্তবায়ন করছেন।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top