শফিকুল ইসলাম : রৌমারীতে গর্ভধারিনী মাকে পিটিয়ে আহত করেছে সন্তান। মা বর্তমানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রাবেয়া বেগম (৬৫)।
শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরের দিকে রৌমারী উপজেলার বাউশমারী গ্রামে এ ঘটনাটি ঘটে।
রাবেয়া বেগমের ছোট ছেলে লোকমান হাসান জানান, আমার বড় ভাই আব্দুর রউফ ওরফে খোকন (৩৮) কয়েক বছর ধরে জমাজমি সংক্রান্ত বিষয়ে মা রাবেয়া বেগমের সাথে বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে। এনিয়ে শুক্রবার মায়ের সাথে বাকবিতন্ডতার একপর্যায়ে বড় ভাই রউফ মাকে বেধরক মারপিট করে। মা হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। এ ঘটনায় রৌমারী থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা বলেন, রউফ অন্য ভাইবোনদের সম্পত্তির ভাগদিতে রাজি না। সম্পত্তির ভাগ চাইলেই খারাপ ব্যবহার করে। রউফের এমন আচরনে ঝামেলায় নিতে চায়না কেউ।
এব্যাপারে আহত মা রাবেয়া বেগম জানান, আব্দুর রউফ আমার বড় ছেলে। স্বামীর মৃত্যুর পর প্রায় ১০ বছর ধরে তার পিতার রেখে যাওয়া সম্পত্তি একক ভাবে ভোগদখল করিয়া অসিতেছে। বাকী আরো সাত সন্তান রয়েছে, তাদের কাউকে বাড়িভিটে ও সম্পত্তির ভাগ দিতে রাজি না আব্দুর রঊফ। বাকি ভাই-বোনেরা সম্পত্তির অংশ চাইলেই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে সে। বোনদেরকে জমির অধিকার দিতে নারাজ। অন্যান্য দিনের ন্যায় গত শুক্রবার জমাজমির অংশ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রউফ পাশে থাকা একটি কাঠের লাঠি দিয়ে আমাকে এলোপাথারি মারপিট শুরু করে। পরে গ্রামবাসিরা ও আমার ছোট ছেলে লোকমান হাসান আমাকে উদ্ধার করে রৌমার হাসপাতালে ভর্তি করে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা জানান, এখনও কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।