শফিকুল ইসলাম: দীর্ঘদিন ধরে খানাখন্দ সড়কে সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি। এ কারনে চলাচলের অযোগ্য হয়ে পরেছে বিজিবি মোড় থেকে ইজলামারী ক্যাম্প পর্যন্ত প্রায় ১কিলোমিটার সড়কটি।
এতে করে দুর্ভোগের শিকার হন শিশু শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, পথচারীসহ টহলরত বিজিবির সদস্যরা।
এ সড়কটি সংস্কারের দাবীতে উপজেলা বিভিন্ন দপ্তরসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধরনা ধরেও কোন সুফল মেলেনি এলাকাবাসির। অবশেষে বুধবার সকালে বিজিবি ও ছাত্র-জনতার উদ্দোগে সেচ্ছায় এ রাস্তাটি সংস্কার করা হয়েছে। এ সড়কটি রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ইজলামারী সীমান্ত ঘেষা এলাকায়।
ইজলামারী বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি এলাকার মানুষের কাছে গলার কাটা হয়েছিল। এ জনদুর্ভোগ থেকে রেহাই পেতে কাজ করছে ছাত্র সমাজ ও বিজিবির সদস্যরা। এতে চলাচলে দুর্ভোগ থেকে রেহাই পাবে সাধারণ মানুষ, কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ, রোগীসহ টহলরত বিজিবি সদস্যরা।
ইজলামারী ছাত্র সমাজের পক্ষ থেকে সোলইমান সরকার বলেন, এ সড়কেটি ঝুকিনিয়ে যাতায়াত করে প্রায় ১০ হাজার মানুষ। এ কারনে জনদুর্ভোগ নিরসনে বিজিবি, ছাত্রসমাজ মিলে সড়কটি মেরামত করা হয়। এখন এ এলাকার মানুষ এ সড়কটিতে ঝুকি মুক্ত ভাবে চলাচল করতে পারবে ফলে কমে আসবে সড়ক দূর্ঘটনা।
সুবেদার মোতাহের আলী বলেন, আমাদের টহল জোরদার করতে ও এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ছাত্র সমাজকে সংঙ্গে নিয়ে সড়কটি সংস্কার করা হচ্ছে। এতে করে সীমান্তে টহল জোরদারসহ এ সড়কে দুর্ঘটনা অনেক কমে আসবে।
উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, এ রাস্তাটির জন্য কোন বরাদ্দ নেই। বরাদ্দ পেলে এ রাস্তাটি সংস্কার করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।