সেবা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে বঙ্গবভবনে যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার সন্ধ্যার দিকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন তিনি।
এর আগে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেনাপ্রধান বলেন, জনগণের সব দাবি পূরণ করা হবে। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংঘাত অরাজকতায় কোনো কিছু অর্জন সম্ভব না। সবাই মিলে সুন্দরভাবে দেশ পরিচালনা করবো।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।