সেবা ডেস্ক: শেখ হাসিনা পদত্যাগের পর সিলেটের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের হামলায় সিলেট সিটি করপোরেশন (সিসিক)’র ১২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
শেখ হাসিনা পদত্যাগের পর সিলেটের বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালায় দুর্বৃত্তরা। এ সময় সিলেট নগরভবনে কয়েক দফা হামলা চালানো হয়। গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত বেশ কয়েকবার হামলা করা হয় সিলেটে সিটি করপোরেশনে। দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলে ভেঙে যায় সিসিক ভবনের গ্লাস। এছাড়া ভাঙা হয় সবকটি বর্জ্যের গাড়ি। এর ফলে সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হয়েছে।
রাস্তায় যত্রতত্র ময়লা পড়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সিলেট নগরবাসীকে। নগরবাসীর কথা বিবেচনা করে সিসিকে দ্রুত বর্জ্য পরিষ্কারের দাবি জানান অনেকে। সিটি করপোরেশন বলছে, মহানগরকে বর্জ্য মুক্ত করতে দুই-একদিন সময় লাগতে পারে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী জানান, চলমান সহিংসতায় সিলেটে সিটি করপোরেশনের প্রায় ১২ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
এরপরও জরুরী সেবা কার্যক্রম চলমান আছে বলে তিনি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।