সেবা ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। ভারতের সিনেমা দুনিয়ার অন্যতম ফ্যাশন আইকন তিনি। নিজের অভিনয়ে জাত চিনিয়েছেন অনিল কাপুর-কন্যা।
তবে মা হওয়ার পরে অভিনয় থেকে দূরে সরলেও আবার ফিরতে চাইছেন ক্যামেরার সামনে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন চিত্রনাট্য পড়তে শুরু করেছেন এই নায়িকা। তবে এখন যে ধরনের চরিত্রের প্রস্তাব আসছে, তা মোটেও মনঃপূত হচ্ছে না সোনমের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন তার কাছে, আমাকে স্কুলছাত্রীর চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেই মেয়েটি খেলোয়াড় হবে। আমি এই ছবির নির্মাতাকে বলেছিলাম যে আমার কম বয়সী চরিত্রের জন্য অন্য কোনো তরুণ অভিনেত্রীকে নিতে। আমাকে পরিণত বয়সের চরিত্রের জন্য যেন ভাবা হয়।
৩৯ বছর বয়সী সোনম আক্ষেপের সুরে বলেন, ‘আমার অবাক লাগছে যে এখনো ২০ বছর বয়সী তরুণীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসছে। এর আগে আমাকে এমন এক চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেখানে সেই মেয়েটির মা–বাবা তার বিয়ের কথা ভাবছে। তখন আমি রীতিমতো অবাক হয়ে পরিচালককে জিজ্ঞেস করি, উনি কি সত্যি সত্যি আমাকে এই চরিত্রের জন্য প্রস্তাব দিচ্ছেন! যার কোনো মানে হয় না।’
কমবয়সী চরিত্রের প্রস্তাব পাওয়াতে সোনম কি খুশি নন। এ প্রসঙ্গে অভিনেত্রী আরো বলেন, ‘দেখুন আমি দেখতে জাহ্নবী বা খুশির মতো নই। কিন্তু আমি সত্যি কৃতজ্ঞ, নির্মাতারা আমাকে এমন চরিত্রে দেখতে চান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।