সেবা ডেস্ক: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
তিনি বলেছেন, নিজেদের অভিন্ন স্বার্থ এগিয়ে নিতে বাংলাদেশ ও রাশিয়া একসঙ্গে কাজ করবে।
বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে টেলিগ্রামে পাঠানো এক বার্তায় এ কথা জানান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে টেলিগ্রামে বার্তা দিয়েছেন।
ল্যাভরভ আরো বলেন, রাশিয়া বিশ্বাস করে যে দুই পক্ষ নিজেদের স্বার্থ অক্ষুণ্ন রাখতে একসঙ্গে কাজ করবে। জনগণের উন্নয়ন এগিয়ে নিতে দুই দেশের (বাংলাদেশ-রাশিয়া) মধ্যে দৃঢ় ভিত্তি আছে এবং তা আরো মজবুত হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।