জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ চরপলিশা জাহানারা লতিফ হাই স্কুলে এসএমসি’র নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিকারের দাবিতে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীসহ এলাকাবাসি।
১৫ আগস্ট দুপুরে জামালপুর-মেলান্দহ মহাসড়কের চরপলিশা বাজার এলাকায় এই অবরোধ করা হয়। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধে নেতৃত্বদাতা-বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক আল আমিন (আশেক মাহমুদ কলেজ থেকে এমএ পাশ) এবং আরেক সমন্বয়ক (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) আফসানা মিম জানান-বিগত দিনে শিক্ষক নিয়োগসহ স্কুলের আর্থিক অনিয়ম করা হয়েছে। এগুলোর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধিদের আইনের আওতায় আনতে হবে।
তারা মনে করেন স্কুলের বর্তমান সভাপতি আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলামের কারণে এই অনিয়মগুলো হয়েছে। এই কমিটি ভেঙ্গে দিয়ে একটা অন্তর্বতী কমিটি গঠনেরও দাবি করেন তারা। আন্দোলনকারিদের সাথে বিগত দিনে চাকরি প্রত্যাশী বঞ্চিতদের সাথে কতিপয় স্থানীয়দেরও দেখা গেছে।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান-অভিযোগকারিরা আমার স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। তারা অভিযোগের তদন্তে সহায়তা চেয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।