সেবা ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান।
অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, আমি এবং আমার প্রক্টরিয়াল বডির সদস্যরা আজ বৃহস্পতিবার বিকালে ভিসি স্যারের নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছি। এখন থেকে প্রক্টর অফিসের কার্যক্রম দেখার দায়িত্ব আর আমার না। নতুন প্রক্টর নিয়োগ হলে কার্যক্রম শুরু হবে। ১৩ জন দিলেও বাকি একজন সহকারী প্রক্টর সীমা ইসলাম ছুটিতে দেশের বাইরে থাকায় তিনি দিতে পারেননি।
এর আগে গত ৫ এপ্রিল ২০২৩ সালে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়৷
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।