আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ছাত্রলীগের নেতাকর্মীদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে স্বাধীন ছাত্র সংসদের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব, কলেজ ছাত্র শিবিরের সভাপতি সোলায়মান, ইসলামী ছাত্র আন্দোলন কলেজ শাখার সভাপতি আল আমিন রুহানি, ইসলামী ছাত্র আন্দোলন কলেজ শাখার সাধারণ সম্পাদক মারুফ রহমান, জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মীর ইখলাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজের হলগুলোকে ছাত্রলীগ টর্চার সেলে পরিণত করেছিলো। হল থেকে ছাত্র-ছাত্রীদের তারা বের করে দিয়েছে। কলেজের হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র লুকিয়ে রেখেছে। অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধারের জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে দাবী জানান তারা। এছাড়াও ছাত্র নেতৃত্ব সৃষ্টির জন্য অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন, ছাত্রীদের জন্য আলাদা কমন রুম ও নামাজের স্থান নির্ধারণের দাবী জানান বক্তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সরকার পতনের পর জামালপুর শহরের যেসব স্থানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে তার সাথে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয়। শহরের বিভিন্ন পয়েন্টে, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ যেসব স্থানে চাঁদাবাজি হচ্ছে তাদের সাথেও ছাত্র আন্দোলনের কারো কোন সম্পৃক্ততা নেই বলে দাবী করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।