বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের রেশ ধরে জামালপুরের বকশীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এক ব্যবসায়ী।
ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে আয় রোজগার বন্ধ হয়ে পড়েছে প্রতীক সাহা নামের ওই ব্যবসায়ীর।
গত ৪ আগস্ট বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড় এলাকায় অবস্থিত মা বই বিতান নামক লাইব্রেরি টি কোটা সংস্কার আন্দোলনের বিক্ষুব্ধ আন্দোলনকারীদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সারাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন তুঙ্গে তখন সেই আন্দোলনের ঢেউ বকশীগঞ্জেও শুরু হয়।
৪ আগস্ট ছিল সারাদেশে অসহযোগ আন্দোলন। এদিন বকশীগঞ্জবাসীকে জেগে উঠে ছাত্র-জনতার আন্দোলনে শরিক হওয়ার জন্য শিক্ষার্থীরা আহŸান জানান।
ছাত্রদের ডাকে দুপুর ১২ টার মধ্যে ছাত্র-জনতার ঢল নামে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে। সাড়ে ১২ টায় বিশাল একটি মিছিল বকশীগঞ্জ শহরের দিকে প্রবেশ করে । মিছিলটি পুরাতন বাস স্ট্যান্ড থেকে মালিবাগ মোড়ের দিকে অগ্রসর হয়।
মিছিলে উপস্থিত উত্তেজিত জনতা মালিবাগ মোড়ের দিকে অগ্রসর হয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর চালায়। এর ঘন্টাখানেক পর উত্তেজিত জনতা আবারও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে দলীয় কার্যালয়ের সঙ্গে থাকা মা বই বিতান লাইব্রেরিটিও দাউ দাউ করে জ¦লে উঠে। এক পর্যায়ে মুহুর্তেই পুড়ে ভস্মিভূত হয় এই ব্যবসা প্রতিষ্ঠানটি।
এরপর থেকে নতুন করে মেরামত করা হয় নি মা বই বিতানটি। এদিকে আগুনে পুড়ে যাওয়ায় আয় রোজগার বন্ধ রয়েছে মা বই বিতানের মালিক প্রতীক সাহার। ফলে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিনানিপাত করছেন প্রতীক সাহা ও তার পরিবার।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতীক সাহা জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানটি পুড়ে ছাই হয়েছে। এতে করে তার ৩০ থেকে ৩২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।