ইরানিদের প্রাচীন উৎসব ‘নভরোজ’

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ইরানিদের প্রাচীন উৎসবগুলোর মধ্যে অন্যতম পার্সি নববর্ষ। পার্সি সম্প্রদায়ে নতুন বছরকে বলা হয় ‘নভরোজ’। এটি বসন্তের সূচনাকে বোঝায় এবং স্থানীয় বিষুব-এ উদ্‌যাপিত হয়।

ইরানিদের প্রাচীন উৎসব ‘নভরোজ’



নভরোজে নভ মানে নতুন এবং রোজ মানে দিন। অর্থাৎ নভরোজ শব্দের অর্থ নতুন দিন। আগামী ১৬ আগস্ট ভারতে পার্সি নববর্ষ নভরোজ পালন হবে। এদিন পার্সি সম্প্রদায়ের মানুষ নতুন বছর উদ্‌যাপন করবেন।

গত তিন হাজার বছর ধরে পার্সি সম্প্রদায়ে নভরোজ উৎসব পালিত হয়ে আসছে। আমরা জানি ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, বছরে ৩৬৫ দিন থাকে; কিন্তু পার্সি ক্যালেন্ডার অনুসারে বছর ৩৬০ দিনের হয়। শেষ পাঁচ দিন গাথা হিসেবে পালিত হয়, এই পাঁচ দিনে পরিবারের সদস্যরা তাঁদের পূর্বপুরুষদের স্মরণ করেন।

নভরোজের দিন পার্সি ধর্মের অনুসারীরা খুব ভোরে বাড়ির বাইরে রঙ্গোলি দেন, তারপরে বিশেষ খাবার তৈরি করা হয়। এছাড়াও, এই দিনে তাঁরা একে অপরের প্রতি ভালবাসা প্রকাশের জন্য নিজেদের মধ্যে উপহার দিয়ে থাকেন।

(ads1)
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top