আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে যাত্রীবান্ধব বাস সেবা নিশ্চিত ও পরিবহন খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার বাংলাদেশ (টিআইবি) এর পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো: শফিউর রহমানের হাতে সনাক সভাপতি শামীমা খান স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে জামালপুর হতে রাজধানী ঢাকা, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় সিটিং সার্ভিস বাসের ব্যাবস্থা। শহরের অভ্যন্তরে অবাঞ্ছিত সকল বাস স্ট্যান্ড স্থায়ীভাবে সরিয়ে টাঙ্গাইল ও ময়মনসিংহ বাস টার্মিনাল দুটিকে কার্যকরভাবে ব্যবহার করা। পুনরায় বিআরটিসি বাস সার্ভিস চালু ও বিআরটিসি বাস ডিপো স্থাপন। ঝুকিপূর্ন ও ফিটনেসবিহীন বাসে যাত্রী পরিবহন বন্ধ করা, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা, দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শন। যাত্রীদের সাথে দুর্ব্যবহার, দুর্ভোগ, হয়রানি, পরিবহন খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধ করা, জেলা গণপরিবহন ব্যবস্থা অবেক্ষণ ও পরিবেক্ষণ কমিটি গঠনসহ ১৬ দফা দাবী উল্লেখ করা হয়। জেলা প্রশাসক মো: শফিউর রহমান স্মারকলিপি গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ^াস দেন। স্মারকলিপি প্রদানকালে সনাকের সহ সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন, সনাক সদস্য মনোয়ারা খানম, শুভ্র মেহেদী, রাসেল মিয়া, আসমাউল আসিফ, শর্মী চৌধুরী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, আজকের জামালপুরের সম্পাদক ও প্রকাশক এম এ জলিল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ইয়েস দলনেতা মো: জাকারিয়াসহ অন্যান্য সুধীবৃন্দ ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।