জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে পোনা মাছ অবমুক্ত করা হয়। ২৮ আগস্ট দুপুরে দাঁতভাঙ্গা নদীতে অবমুক্ত করেন-ইউএনও এস.এম. আলমগীর।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুজ্জামান জানান-চলতি অর্থ বছরে প্রায় ৫ মে.টন মাছের পোনা অবমুক্ত করা হয়।
অন্যান্য বছরের তুলনায় এবার বড় সাইজের রুই জাতীয় মাছের পোনা করা হয়েছে।
এতে পোনা মাছ মৃত্যু ঝুকিমুক্ত থাকবে।
সহকারি জেলা মৎস্য কর্মকর্তা মোখলেসুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, সমবায় কর্মকর্তা হাবিবুল্লাহ, মৎস্য খামার (বীজ উৎপাদন) কর্মকর্তা রেজাউল করিমসহ স্থানীয় মৎস্যজীবি, গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।