আসমাউল আসিফ, জামালপুর : দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা দুর্গতদের সহায়তায় জামালপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের ফৌজদারী মোড়ে কালচারাল ক্লাসিসিস্ট অর্গানাইজেশনের এরিয়া টিম জামালপুর ইয়ুথ ক্লাসিসিস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্যা দুর্গতদের সহায়তার জন্য জেলার স্বনামধন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
সাংস্কৃতিক সংগঠক ও সাংবাদিক তানভীর আহমেদ হীরার সঞ্চালনায় এতে সংগীত পরিবেশন করে জাকিউল ইসলাম খান টিপু, ক্লোজআপ ওয়ান তারকা টুটুল খান, ইউনুস, সাইফ শুভ, ফরিদা পারভীন, টুটুল মাহমুদ, আবৃতি, শশী, লিখন, শিহাব, অন্তরসহ আরো অনেকেই।
যন্ত্রসংগীতে ছিলেন উল্লাস ও জয়নাল, সাউন্ড সিস্টেম দিয়ে সহযোগিতা করে জামালপুরের স্টার সাউন্ড।
এ সময় বন্যা দুর্গতদের পাশে দাড়াতে আর্থিক সহায়তা করার জন্য দর্শক-শ্রোতাদের প্রতি আহবান জানানো হয়।
সংগীত পরিবেশনের পাশাপাশি চলতে থাকে অর্থ সংগ্রহ এবং এই অর্থ দুর্গত এলাকার মানুষের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।