বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর মানবিক কার্যক্রম

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বাংলাদেশে সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী অবিরামভাবে উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর মানবিক কার্যক্রম


গত ২৪ ঘন্টায় (২৬ আগস্ট) সশস্ত্র বাহিনীর প্রচেষ্টায় সর্বমোট ৩,৫৬৭ জন বন্যা দুর্গত ব্যক্তিকে হেলিকপ্টার ও বোটের মাধ্যমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, দুর্গত মানুষের মাঝে ২১,৫৫৯ প্যাকেট খাদ্য সামগ্রী, ১২,৯৯৩ কেজি শুকনা রশদ, ৪,৬২০ জনকে রান্না করা খাবার এবং ৫,৬৪০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।

বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে গঠিত ৭টি অস্থায়ী মেডিকেল টিমের মাধ্যমে ২,২১৭ জন মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যা দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গতকাল (২৫ আগস্ট ২০২৪) বাংলাদেশ সেনাবাহিনী জল, স্থল ও আকাশপথে উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। আর্মি এভিয়েশন গ্রুপের ২১টি হেলিকপ্টার সর্টির মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হয়, যার মাধ্যমে ১৬ জন মুমূর্ষু রোগীকে দুর্যোগপূর্ণ এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩ জন শিশু, ৬ জন অন্তঃসত্ত্বা নারী, ২ জন পক্ষাঘাতগ্রস্ত রোগী এবং ৫ জন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ব্যক্তি রয়েছেন।

সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ফেনী সদর, ফাজিলপুর, ছাগলনাইয়া, সোনাগাজী, পরশুরাম ও মধুগ্রাম এলাকায় ২,১৪৭ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া, পাইকগাছার দুর্গত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীও অব্যাহতভাবে বন্যা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

দেশের যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে, এবং এই কার্যক্রম চলমান থাকবে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top