সেবা ডেস্ক: প্রকাশ্যে এসেছে রিয়ালে এমবাপ্পের আয়ের অঙ্ক। রিয়ালে যোগ দিয়ে প্রতি বছর ৪০০ কোটি টাকা করে পাবেন এমবাপ্পে।
চলতি মৌসুমে প্যারিস সেইন্ট জার্মেইন ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন দলের হয়ে খুব তাড়াতাড়ি প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি। তার আগে প্রকাশ্যে এসেছে রিয়ালে এমবাপ্পের আয়ের অঙ্ক।
রিয়ালে যোগ দিয়ে প্রতি বছর ৪০০ কোটি টাকা করে পাবেন এমবাপ্পে। অর্থাৎ মাসে পাবেন ৩৩.৩৩ কোটি টাকা। সেই সংখ্যা আরো ভাগ করলে দেখা যাচ্ছে এমবাপ্পে দিনে ১ কোটি ৯ লক্ষ এবং মিনিটে প্রায় সাড়ে ৭ হাজার টাকা রোজগার করছেন।
আজ উয়েফা সুপার কাপের ফাইনালে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তাদের প্রতিপক্ষ ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আটালান্টা। পোল্যান্ডের ওয়ারশ ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপার ট্রেবল জিতেছিল। আজ সুপার কাপ জিতলেই ষোলকলা পূর্ণ হবে কার্লো আনচেলত্তির দলটির। এমবাপ্পেও নিজের অভিষেক ম্যাচকে রাঙাতে পুরোপুরি প্রস্তুত।
এই ম্যাচ দিয়েই রিয়ালের জার্সিতে অভিষেক হবে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের। এছাড়া মাঠে দেখা যাবে রিয়ালের জার্সিতে দুর্দান্ত মৌসুম কাটানো ভিনিসিয়ুস জুনিয়র ও জ্যুড বেলিংহ্যামের মতো তারকাদের।
এমবাপ্পে ব্যক্তিগতভাবে পিএসজিতে দারুণ সময় কাটালেও সেখানে চ্যাম্পিয়ন্স লিগ না জেতার আক্ষেপ ছিল। ফলে প্রথমবার তিনি সুপার কাপের ম্যাচ খেলতে নামছেন। রিয়ালে এমবাপ্পে তারই সাবেক স্বদেশি সতীর্থ করিম বেনজেমার ‘৯’ নম্বর জার্সি পরে খেলবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।