সেবা ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বিক্ষুব্ধ জনতার হাতে লাঞ্ছিত হলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে সরকার পতন আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা সব শিল্পী-নির্মাতা-কলাকুশলীরা উপস্থিত হোন বিএফডিসি প্রাঙ্গণে। এই সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, চলচ্চিত্রের আঁতুরঘর গিয়ে সেখানে আগে থেকে উপস্থিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও ইউটিউবারদের সঙ্গে কথা বলছিলেন হিরো আলম।
এ সময় হঠাৎ করেই কিছু বিক্ষুব্ধ জনতা তাকে টানা-হেঁচড়া শুরু করেন। একপর্যায়ে অনেকটা বাধ্য হয়েই সেখান থেকে বের হয়ে যান হিরো আলম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।