লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: করবো ভূমি পূনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই আলোকে জামালপুুরের ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা সঞ্চয়ী ব্যাংক ও শিক্ষা উপকরণের অংশ হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সারাদেশে দশ লাখ গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট্রের সহায়তায় সোমবার দুপুরে(১৯ আগস্ট) উপজেলার সদর ইউনিয়ন,চিনাডুলী ইউনিয়ন,বেলগাছা ইউনিয়ন ও কুলকান্দি ই্উনিয়নে ২৭শত ৫০ পরিবার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৬হাজার শিক্ষার্থীর মাঝে আম , নিম লটকন, সোনালু, কৃষ্ণচুড়ার ২৭ হাজার ৫শতটি চারা গাছ, ২৭শত ৫০টি প্লাস্টিক সঞ্চয়ী ব্যাংক ও শিক্ষা উপকরণ অংশ হিসেবে ৩৪শত ছাতা বিতরণ করা হয়। উপজেলার সদর ইউনিয়নের পাচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম উদে¦াধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এ সময় ওয়ার্ল্ড এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সজল ইগ্নেসিয়াস গমেজ,পারি প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, শিক্ষক সাইফুল ইসলাম সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে,ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অর্থনৈতিক স্বাবলম্বিতা আনয়নে ওয়ার্ল্ড ভিশন ও পারি প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।