ইউপি ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকরীদের চাকুরী জাতীয়করণের দাবি

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের চাকুরী জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

ইউপি ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকরীদের চাকুরী জাতীয়করণের দাবি


বাংলাদেশের প্রতিটি ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের চাকুরী জাতীয়করণের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে ২৫ আগস্ট রোববার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুছ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

কুড়িগ্রাম জেলার প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে পরিচ্ছন্নতাকর্মী পদে অস্থায়ী ভাবে জনবল নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মাসিক ৩ হাজার টাকা ভাতা প্রদান করা হয়। সামান্য ৩ হাজার টাকায় পরিচ্ছন্নতাকর্মীরা তাদের পরিবার পরিজন নিয়ে কোন রকম ভাবে জীবন যাপন করে আসছে। কোন না কোন সময় চাকুরী জাতীয়করণ হবে এই আশায় অনেক পরিচ্ছন্নতাকর্মী দীর্ঘদিন যাবৎ চাকুরী করছেন। সামান্য বেতনে পরিচ্ছন্নতাকর্মীরা তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ সহ ভরনপোষণ চালাতে গিয়ে একেবারেই অক্ষম হয়ে পড়েছে। এতো কষ্টের মাঝেও পরিচ্ছন্নতাকর্মীরা অশ্রুসিক্ত সজল নয়নে দুঃখ বেদনাকে হাসি মুখে বরণ করে তারা তাদের উপর অর্পিত দায়িত্ব ন্যায় নিষ্ঠা ও সততার সাথে পালন করে আসছে। বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীর পদটিকে জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুছ ও  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বরাবর লিখিত স্মারক লিপি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল ২৫ আগস্ট’২০২৪ইং রোববার সকালে জমা প্রদান করা হয়। স্মারকলিপি জমাদানের সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠনের সভাপতি মোঃ বাশারত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোছাঃ আছমা বেগম সহ সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top