সেবা ডেস্ক: চেঙ্গি, মাইনি ও কাসালং নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় খাগড়াছড়ি জেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয়কালে বাংলাদেশ সেনাবাহিনী বন্যা পীড়িতদের পাশে দাঁড়িয়েছে।
দিনরাত এক করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ইতোমধ্যে প্রায় দুই হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে।
আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার, পানি এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি, দুর্গত এলাকায় শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই এবং অন্যান্য জরুরি সামগ্রীও পৌঁছে দেওয়া হচ্ছে।
সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি, চিকিৎসা সেবাও নিশ্চিত করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।