সংঘর্ষের ঘটনায় বিজিবি’র মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারী সীমান্তে ভারতীয় জিরা আটক নিয়ে বিজিরি’র ওপর চোরকারবারির অতর্কিত হামলার ঘটনায় মামলা দায়ের করেছে বিজিবি।

সংঘর্ষের ঘটনায় বিজিবি’র মামলা



রৌমারী সদর ক্যাম্পর নায়েক সুবেদার মা.রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় আন্ছার আালীসহ ১৫জন নামিও এবং অজ্ঞাত ১৭ জনকে আসামী করে রৌমারী থানায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন। 

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

প্রসঙ্গত, উপজেলা নওদাপাড়া সীমান্তে গত মঙ্গলবার ভোররাতে আনছার আলী সহ ৪০/৫০ জনের একদল চোরাকারবারি ভারত থেকে আড়কির মাধ্যমে জিরা, মাদকসহ বিভিন্ন প্রকার ভারতীয় পন্য পাচার করছিল। 

এসময় রৌমারী সদর ক্যাম্পের বিজিবির টহলদল তাদের ধাওয়া দিলে চোরাকারবারিরা তাদের মালামালগুলো ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ৬০ প্যাকেট জিরা উদ্ধার করে।

 কিছুক্ষণ পর চোরাকারবারির দল লাঠিসোঠা নিয়ে বিজিবি’র ওপর অর্তকিত ভাবে হামলা চালায়। এসময় বিজিবি’র দল আত্মরক্ষার জন্য ময়জাল নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিলে চোরাকারবারিরা সে বাড়িটিও অবরোদ্ধ করে রাখে। 

সংবাদ পেয়ে অতিরিক্ত বিজিবি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এসময় গুরতর আহত হয় রৌমারী সদর ক্যাম্পের বিজিবি সদস্য আবু রায়হান (৩১), বিজিবি’র সোর্স মজিবুর রহমান (৭০) ও আশ্রয়দাতা বাড়ির মালিক ময়জাল হোসেন (৫৫)।

এ ঘটনায় মঙ্গলবার রাতে নায়েক সুবেদার মো, রফিকুল ইসলাম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৭ জনকে আসামী করে রৌমারী থানায় মামলা করা হয়েছে। 

রৌমারী থানান অফিসাস ইনচার্জ গোলাম মর্তুজা বলেন, এঘটনায় বিজিরি’র পক্ষ তেকে মামলা হয়েছে এবং আসামী গ্রেফতারের  চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top