রৌমারীতে দূর্ভোগ নিরসনে বিজিবি-ছাত্র সমাজের রাস্তা সংস্কার

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: খানাখন্দ ও কাদামাখা সীমান্ত ঘেঘা গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে দূর্ভোগে পড়েছে এলাকাবাসি। দূর্ভোগ নিরসনে বিজিবি, ছাত্র ও এলাকাবাসির উদ্যোগে স্বেচ্ছায় রাস্তাটি সংস্কার করা হয়।

রৌমারীতে দূর্ভোগ নিরসনে বিজিবি-ছাত্র সমাজের রাস্তা সংস্কার


এ রাস্তাটি দিয়ে  প্রতিনিয়ত তিনটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচল করেন।

রাস্তাটি সংস্কারের দাবীতে ইতিপূর্বে বিক্ষোভ মিছিল ও একাধীকবার সভা সেমিনার করেও কোন সুফল পাননি স্থানীয়রা। ফলে বিজিবি ও ছাত্র-জনতার উদ্দোগে স্বেচ্ছায় এ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তারা। শনিবার সকাল ১১টার সময় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত ঘেষা এলাকায় এ রাস্তা সংস্কার করা হয়।
খোজনিয়ে জানা যায়, রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া-শৌলমারী সীমান্ত ঘেষা গ্রামীন সড়কটিতে সাধারণ মানুষ, কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ, অসুস্থ্য মানুষ, ব্যবসায়ীসহ টহলরত বিজিবির চলাচলের একমাত্র মাধ্যম। গুরত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত শতাধিক পরিবহন ও ছোট খাটো অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। সামান্য বৃষ্টি হলেই এইস্থানে পানি জমে যায়। জীবনের ঝুকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের। রাস্তার বিভিন্ন স্থানে গাড়ি উল্টে গিয়ে খাদে পড়ে। স্থানীয়দের অভিযোগ ইতিপূর্বে ইউপি চেয়ারম্যান মেম্বার গন নানা ধরনের প্রকল্প বরাদ্দ পেলেও ঠিকমোত কাজ না করে  অধিকাংশ টাকাই আত্মসাত করেছে বলে অভিযোগ করেন তারা।
গয়টাপাড়া গ্রামের ছাত্র হাফিজুর রহমান হাফিজ বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ থেকে রেহাই পেতে বিজিবি, ছাত্রসমাজ ও গ্রাামবাসি মিলে আমরা সবাই কাধেকাধ মিলিয়ে কাজ করছি।

গয়টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজামাল হোসেন বলেন, এ রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কাছে গলার কাটা হয়েছিল। এ জনদুর্ভোগ থেকে রেহায় পেতে বিজিবি, ছাত্র সমাজ ও গ্রামবাসীরা কাজ করছে। ফলে সাধারণ মানুষ, কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ, রোগী, ব্যবসায়ীসহ টহলরত বিজিবির চলাচলের জন দুর্ভোগ থেকে রেহাই পাবে।

গয়টাপাড়া বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার এবি সিদ্দিক বলেন, আমাদের টহল জোরদার করতে ও এলাকার মানুষের দুর্ভোগ কমাতে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথাবলে আমরা ছাত্র সমাজ ও গ্রামবাসির সাথে কাজ করছি।
 
এবিষয়ে উপজেলা প্রকৌশলী মনছুরুল হক বলেন, এ রাস্তাটির জন্য কোন বরাদ্দ নেই। বরাদ্দ পেলে এ রাস্তাটি সংস্কার করা হবে। 

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, আপাতত কোন বরাদ্দ নেই। তবে এ রাস্তাটি সরস্কারের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top