সেবা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) দেশের বন্যা পরিস্থিতিতে দুর্গতদের সহায়তার জন্য এগিয়ে এসেছে। -আইএসপিআর
গতকাল শুক্রবার, বাফওয়ার সভানেত্রী সালেহা খান তেজগাঁও পুরাতন বিমান বন্দরে উপস্থিত থেকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।
বাফওয়া বিভিন্ন ধরনের শুকনা খাদ্য, ওষুধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বন্যা কবলিত এলাকায় বিতরণের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে তুলে দিয়েছেন। এই ত্রাণ সামগ্রীগুলো এয়ার ড্রপের মাধ্যমে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া এবং দেশের অন্যান্য বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হবে।
বাফওয়া সভানেত্রী বন্যা দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বাফওয়া আগামী দিনগুলোতেও পর্যায়ক্রমে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।