সেবা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী বন্যা কবলিত এলাকায় দুর্গতদের পাশে দাঁড়িয়ে অবিরাম ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে। বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় খাদ্য, পানি ও ওষুধসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। -আইএসপিআর
গতকাল শুক্রবার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি বন্যা পীড়িতদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স, এশিয়ান পেইন্টস, ইমপ্রেস টেলিফিল্মের ‘প্রকৃতি ও জীবন’ সহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থা বন্যা দুর্গতদের সহায়তার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে ত্রাণ সামগ্রী প্রদান করেছে।
বাংলাদেশ বিমান বাহিনী যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়াও, বিমান বাহিনীর ডিজেস্টার ম্যানেজম্যান্ট সেল যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।