রৌমারীর বাংলাবাজার বিজিবি, শিক্ষক ও ছাত্রের উদ্যোগে রাস্তা সংস্কার

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: রৌমারীর বাংলাবাজার ক্যাম্পের বিজিবি, শিক্ষক ও ছাত্রদের উদ্যোগে বয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করলেন।

রৌমারীর বাংলাবাজার বিজিবি, শিক্ষক ও ছাত্রের উদ্যোগে রাস্তা সংস্কার


বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের গোয়ালগ্রাম ভায়া চর ফুলবাড়ি নেহাজ উদ্দিন মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তায় এ মেরামতের কাজ করা হয়। 

গত দেড় মাস থেকে ওইস্থানে গভীর একটি খাদ থাকায় যানবাহনসহ পথচারিদের চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এছাড়াও কোমলমতি স্কুল শিক্ষার্থী ও বিজিবি সদস্যদের টহল ব্যাহত হতো।

গভীর খাদসহ রাস্তার দুইপাশে ছোট-খাট খাদগুলো সংস্কারের জন্য উপজেলা বিভিন্ন দপ্তরসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার বলার পরেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। 

ফলে এলাকাবাসির দূর্ভোগ নিরসনে বৃহস্পতিবার বাংলাবাজার বিজিবি’র ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে কয়েকজন বিজিবি সদস্য, চর ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও  ছাত্র-জনতার স্বেচ্ছায় এ রাস্তাটি সংস্কার করেন। 

এ রাস্তাটি সংস্কার করায় স্বস্তির নি:শ্বাস ফেলছে এলাকাবাসি।

চর ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম বলেন, রাস্তাটি ভাঙ্গা থাকায় গত দেড়মাস ধরে কোন যানবাহন ও পথচারিরা যেতে পারছিল না। আমার শিক্ষার্থীরাও চলাচলে দূর্ঘটনার শিকার হতো। 

ফলে এ জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে সবাই মিলে সংস্কারের কাজটি করা হলো। এতে চলাচলে দুর্ভোগ থেকে রেহাই পাবে সাধারণ মানুষ, কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ, রোগীসহ টহলরত বিজিবি সদস্যরা।

চর ফুলবাড়ি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান জানান, এ সড়কেটিতে ঝুকি নিয়ে আমরা স্কুলে যাতায়াত করি। বৃষ্টির দিনে কাদাপানিতে স্কুলে যেতে পারিনা। 

এ কারনে আমরা স্যারসহ সবাই মিলে রাস্তার ভাঙ্গাটি মেরামত করতেছি। এখন সবাই ভালোভাবে যেতে পারবে। গাড়িও চলবে।

বিজিবি’র সদস্য জানান, আমাদের টহল জোরদার করতে ও এলাকার মানুষের দুর্ভোগ কমাতে ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে সড়কটি সংস্কার করা হচ্ছে। 

এতে করে সীমান্তে টহল জোরদারসহ এ সড়কে দুর্ঘটনা অনেক কমে আসবে।

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top