সেবা ডেস্ক: ২৬ আগস্ট, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দেশজুড়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান ও উপাসনালয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও এই নিরাপত্তায় অংশগ্রহণ করছে, যা সনাতন ধর্মাবলম্বী জনগণের প্রশংসা কুড়িয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সংঘর্ষ ও অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করা, আর এই শিক্ষা সকল ধর্ম, বর্ণ ও জাতির মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ একসাথে সোনার বাংলা গড়ে তুলবে, এমনটিই সবার প্রত্যাশা।
এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ়ভাবে পাশে রয়েছে এবং সর্বদা পাশে থাকবে, যা দেশের সকল নাগরিকের জন্য একটি আশ্বাসবাণী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।