সেবা ডেস্ক: দেশের চলমান পরিস্থিতিতে সব থানা, বিমানবন্দর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি)।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তারা জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা প্রদানের দায়িত্ব আনসার ও ভিডিপিকে প্রদান করা হয়েছে। একই সঙ্গে ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণও করবে আনসার ও ভিডিপি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।