জামালপুর প্রতিনিধি: নির্বাচন কমিশনকে আমার বাংলাদেশ (এবি) পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে জামালপুরে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে এই আনন্দ শোভাযাত্রা বের করে জেলা এবি পার্টি।
শোভাযাত্রাটি শহরের ফৌজদারী মোড়ে দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকাল বাজার এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সদস্য সচিব ও জেলা এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ছানোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, ২০২৩ সালে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না দেওয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। একইসঙ্গে এবি পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন। নির্বাচন কমিশনকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। কর্মসূচিতে এবি পার্টি শেরপুর জেলার আহবায়ক অধ্যাপক মাহবুব-উল আলম, জামালপুর জেলার যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার লিপসন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল হাসান, এবি যুব পার্টি জামালপুর জেলার সমন্বয়ক মো: শিহাব উদ্দিন, সহ সমন্বয়ক আবু সালেহ টিপু সুলতান, ইব্রাহিম হোসেন, উজ্জ্বল মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।