জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের চর বিদ্যানন্দ গতকাল বিকালে যুব সমাজের আয়োজনে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট আটটি নৌকা অংশ গ্রহণ করেন।চর বিদ্যানন্দের উত্তরে তিস্তা থেকে চাদের আলো,বিজলী তুফান,বাঘের বাচ্চা,মায়ের দোয়া দক্ষিণাঞ্চল থেতরাই ইউনিয়ন থেকে পাগলা বাবা,তিনবন্ধু,দুরন্ত চিতা,অগ্রদূত,শেরে বাংলা।গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় দুইটি নৌকা জোড়া করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার দর্শনার্থী নদীর পাড়ে ভীর করেন।উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজারহাট মডেল প্রেসক্লাবে সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম সবুজ খেলার শুভ উদ্বোধন করেন।
বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান কালিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।বিশেষ অতিথি হিসেবে রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলম সবুজ উপস্থিত ছিলেন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাকিব,মশিউর রহমান,রফিক প্রমুখ।সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী দল কে প্রধান অতিথি পুরুস্কার বিতরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।