জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী উযদাপিত হয়েছে। 

জামালপুরে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মজয়ন্তী উদযাপিত


গতকাল রবিবার (১৮ আগষ্ট) সন্ধ্যায় এ উপলক্ষ্যে পদযাত্রা, আলোচনা ও গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসান কর্মসূচির আয়োজন করে থিয়েটার অঙ্গন। গ্রাম থিয়েটারের শ্লোগান ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ ও ‘গণহত্যা মানেই ইতিহাসকে সাক্ষী রেখে ভবিষ্যৎকে ধ্বংস করা’ সেলিম আল দীনের এই অমর বাণী ধারণ করে গ্রাম থিয়েটারের সদস্য সংগঠন থিয়েটার অঙ্গন জামালপুর নাট্যাচার্যের জন্মজয়ন্তী উদযাপন আয়োজন করে। নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রাটি ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় থিয়েটার অঙ্গনের অধিকারী শাহীন রহমানের সভাপতিত্বে নাট্যাকার আসাদুল্লাহ ফারাজী, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী বক্তব্য রাখেন। এরপর ব্রহ্মপুত্র নদে গুরু ভাসান খোয়াজ খিজিরের ভেলা ভাসান হয়। এছাড়াও জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে থিয়েটার অঙ্গনের পক্ষ থেকে রাধাচূড়া গাছের চারা রোপন করা হয়। এসব কর্মসূচিতে থিয়েটার অঙ্গনের সদস্য ও অন্যান্য অতিথিরা অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top