নরসিংদীতে ৬ জনকে কুপিয়ে হত্যা করলো বিএনপির নেতাকর্মীরা

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের মিছিলে হামলা চালিয়ে ছয় জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

নরসিংদীতে ৬ জনকে কুপিয়ে হত্যা করলো বিএনপির নেতাকর্মীরা



রোববার দুপুর ২টার দিকে মাধবদী বাজার বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চরদীঘলদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, সদর উপজেলা পরিষদের সদস্য দেলোয়ার ও আওয়ামী লীগ নেতা মনির। বাকি তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে একটি মিছিল নিয়ে মাধবদী বড় মসজিদের দিকে এগোতে গেলে অপরদিক থেকে পৌরসভা বিএনপি সভাপতি আমানুল্লাহ’র নেতৃত্বে কয়েকশ’ মানুষ দেশী অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় চেয়ারম্যান দেলোয়ারসহ অনেকে মাধবদী বড় মসজিদের ভিতরে ঢুকে পড়েন। সেসময় বিএনপির সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে হত্যা করেন।

এ বিষয়ে জানতে মাধবদী থানার ওসি কামরুজ্জামানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top