লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন,আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের কর্ণধার।
এই শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসবে আগামীর প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার আজকে যারা সফলতার সাথে জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছ তোমরা সকলে আমাকে কথা দিতে হবে আগামী দু'বছর তোমরা পরিশ্রম করে পড়ালেখা করবে। কারণ তোমাদের হাতেই নির্ধারিত হবে আগামীর ডিজিটাল বাংলাদেশের ভবিষ্যৎ।
জামালপুরের ইসলামপুরে শুক্রবার (১২ জুলাই) বিকালে ঢাকাস্থ ইসলামপুর উপজেরা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে এইচ আর খান ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়া ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১৮জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
ঢাকাস্থ ইসলামপুর উপজেরা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি গোলাম রব্বানী জনির সভাপতিত্বে এতে জেলা প্রশাসক শফিউর রহমান,সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এস আব্দুল হালিম, উপজেরা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ, সহকারী কমিশনার ভুমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, এএসপি অভিজিত দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, এইচ আর খান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মিজানুর রহমান খান স্বপন, ঢাকাস্থ ইসলামপুর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান,প্রমূখ বক্তব্য রাখেন।
পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্তদের হাতে প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।