সেবা ডেস্ক: বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে সিআইডি কর্তৃক গ্রেফতারকৃত পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনের ছবি ও নাম প্রকাশ করা হয়েছে।
রোববার সাঁড়াশি অভিযানে নামার পর ১৭ জনকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান গ্রেফতার করা হয় বলে সোমবার জানিয়েছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন- মো. আবু জাফর, উপ-পরিচালক, পিএসসি; নোমান সিদ্দিকী; সৈয়দ আবেদ আলী, অবসরপ্রাপ্ত ড্রাইভার, পিএসসি ; খলিলুর রহমান, ডেসপাস রাইডার, পিএসসি; সাজেদুল ইসলাম, অফিস সহায়ক, পিএসসি; আবু সোলায়মান মো. সোহেল; মো. জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক, পিএসসি; মো. আলমগীর কবির, সহকারী পরিচালক, পিএসসি; প্রিয়নাথ রায়, অডিটর; মো. জাহিদুল ইসলাম; শাহাদাত হোসেন, নিরপত্তা প্রহরী, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ; মো. মামুনুর রশীদ; মো. নিয়ামুল হাসান, মেডিকেল টেকনিশিয়ান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল; সাখাওয়াত হোসেন; সায়েম হোসেন; লিটন সরকার ও সৈয়দ সোহানুর রহমান সিয়াম। জানা গেছে, গ্রেফতারকৃতরা গত একযুগ ধরে বিসিএসসহ কমপক্ষে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সিআইডি।
(ads1)
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।