যে কারনে ৩ মাসে বাংলাদেশের ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক!

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে টিকটক চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বাংলাদেশের ব্যবহারকারীদের প্রায় ৭২ লাখ ভিডিও সরিয়েছে। 

যে কারনে ৩ মাসে বাংলাদেশের ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক!



সম্প্রতি প্রকাশিত কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

রোববার এক বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটি।

প্রতিবেদনে চলতি বছরের প্রথম তিন মাসে প্রান্তিকের চলমান ট্রেন্ডের তথ্যও উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশিত ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও সরানো হয়েছে। ভিডিও প্রকাশ করার ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ৯৯ দশমিক ৪ শতাংশ ভিডিও সরানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বিশ্বজুড়ে টিকটক ১৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩০৭টি ভিডিও সরিয়েছে, যা প্রকাশিত ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে অপসারণ করা হয়েছে। ৬০ লাখ ৪২ হাজার ২৮৭টি ভিডিও যাচাই-বাছাই করে আবার ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়স ১৩ বছরের কম সন্দেহ হওয়ায় বিশ্বজুড়ে ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪১৪টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, স্বচ্ছতা বাড়াতে টিকটক প্রথমবারের মতো সেফটি টুল ব্যবহার করে প্রথম প্রান্তিকে ৯৭ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৯৪৬টি মন্তব্য সরিয়েছে ও ফিল্টার করেছে। এ সংখ্যা প্রকাশিত মন্তব্যের ১ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া এই টুল ব্যবহার করে টিকটক ব্যবহারকারীরা নিজেরাই ৩৩৮ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৭২২টি কমেন্ট ফিল্টার বা অপসারণ করেছে।

(ads1)

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top