জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে রথযাত্রা সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে ৭ জুলাই বিকেল সাড়ে ৪টায় সাহাজাতপুর নবজাগরণি দুর্গা মন্দির প্রাঙ্গনে রথযাত্রা উদযাপন কমিটির আহবায়ক এবং পৃষ্ঠপোষক ড. জগদীশ চন্দ্র সাহা শুভ উদ্ধোধন করেন।
পবিত্র শ্রীমদ্ভাগবদ পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন-মন্দির পুরোহিত শ্রী অঞ্জন চক্রবর্তী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. ধ্রæবজ্যোতি ঘোষ মুকুল বাবু, সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সাহা, সম্পাদক সুশান্ত চন্দ্র নাহা প্রমুখ।
ঐতিহাসিক রথযাত্রাটি নবজাগরণি মন্দির থেকে বের হয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিণ শেষে নাট মন্দির কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।