সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ থানাধীন রেলস্টেশন এলাকায় ট্রেনের টিকেট বিক্রির সময় হাতেনাতে টিকেট কালোবাজারী চক্রের মূলহোতাসহ ০৫জন সদস্য'কে আটক করেছে র্যাব-১৪ সিপিসি-১, জামালপুর।
জামালপুর র্যাবের অভিযানে ৫ টিকিট কালোবাজারিকে আটক করেছে। ৩০ জুন দুপুরে দেওয়ানগঞ্জ সসারিয়াবাড়িতে রেলের টিকিট বিক্রিকালে হাতেনাতে ধরে ফেলা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দেওয়ানগঞ্জের চরবাহাদুরাবাদের হোসেন আলীর ছেলে শুকুর আলী (২৪), মিস্টার মিয়ার ছেলে রাজা মিয়া (২২), বকশীগঞ্জের ধাতুয়াকান্দার শাহীর ছেলে আরিফ হোসেন (২১), মফিজুলের ছেলে মোজাফফর হোসেন (২৬), বালুগ্রামের তসলিমের ছেলে জীবন মিা (২২)।
গ্রেপ্তারকৃতদের দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়। র্যাব-১৪ সিপিসি-১ কোম্পানি অধিনায়ক আব্দুর রাজ্জাক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।