টাঙ্গাইল, ১২ জুলাই ২০২৪: টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা আজ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের বীরসিংহ হতে নলছোপা পর্যন্ত এক কিলোমিটার রাস্তার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রায় ১৪০-১৫০ জন স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
রাস্তাটির উদ্বোধন শেষে, আমানুর রহমান খান রানা বীরসিংহ বাবুর বাড়ীর সামনে আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নেন।
এ সময় ঘাটাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ হেদায়েত উল্লাহ, লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুল হক, ঘাটাইল পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ খলিলুর রহমানসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় বক্তারা নতুন রাস্তার সুফল ও উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন প্রকল্প অব্যাহত রাখার আহ্বান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।