আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার বিকেলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালত এই আদেশ দেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগের দিন তিনি কারাগারে গেলেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় তিনি আজ নি¤œ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের অতিরিক্তি পিপি অ্যাডভোকেট মো: আনোয়ার হোসেন বলেন, রায়হান রহমতুল্ল্যাহ রিমু মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পরে রাজনৈতিকভাবে অনেককে হয়রানি করেছেন। এই হত্যাকান্ডের ঘটনাটি ২০২০ সালের, দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার কারণে মামলাটি বিলম্ব হয়েছে। এই মামলার সাথে তার নির্বাচনী প্রক্রিয়ার কোন সম্পৃক্ততা নেই। এটা স্থানীয় এলাকার সম্পুর্ণ ভিন্ন একটি বিষয়, উপজেলা নির্বাচনে জয়ী হওয়ার পরে হত্যা মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করেন তিনি। এই বিষয়টি আমলে নিয়ে রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
এই মামলায় আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুস ছালাম। তবে এ ব্যাপারে তার সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের সংবাদ মাদারগঞ্জে পৌছালে তার কর্মী-সমর্থকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। উপজেলার বালিজুড়ি বাজার থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে কর্মী-সমর্থকরা। উপজেলার বিভিন্ন সড়কে কর্মী-সমর্থকরা রায়হান রহমতুল্ল্যাহ রিমুর মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে। এই ঘটনায় সকল যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। এ সময় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুর জামিন নামঞ্জুর হওয়ায় তার কর্মী-সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। অবরোধ তুলে নিতে তাদের বোঝানো হচ্ছে, পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। (ads2)
প্রসঙ্গত, মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারের ঠাকুরবাড়ি মোড়ে গত ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমুর নেতৃত্বে রায়হান কিবরিয়া রিমন, আবুল হোসেন, রবিউল ইসলাম, বায়েজিদসহ তাদের সন্ত্রাসী বাহিনী সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলীর উপর অতর্কিত হামলা করে। হামলায় নওশের আলী গুরুতর আহত হন, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত নওশের আলীর বড় ছেলে মো: আব্দুল্লাহ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় চার্জশীটভুক্ত আসামী মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্ল্যাহ রিমু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে অংশ নিয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি গত ২৬ জুন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন, আগামীকাল আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের কথা ছিল।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।